নাসির উদ্দিন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঐতিহ্যবাহী মহেলা গ্রামবাসীর উদ্যোগে, উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শকের অতি প্রিয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইছ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুর ১২ টা এক মিনিটে পুংলী-মহেলা নদীতে এ নৌকা বাইছ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় নানা রঙ্গে সাজানো বিভিন্ন অঞ্চলের কোষা, ছিপ ও খেলনাসহ অসংখ্য নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ প্রতিযোগিতায় অংশ করে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর-গাবসারা অাল্লাহ ভরসা নামের মাল্লাবহুল রঙিন বাইছের নৌকা বিজয়ী হয়েছে।
নৌকা বাইছ প্রতিযোগীতায় অাল্লাহ ভরসা নামের দোহারীদের কণ্ঠে গাওয়া——
দোহারঃ
বৈঠায় টান মারোরে
উইড়া উইড়া যাও।
গাবসারার বাইচের নৌকা
কালিপুরের নাউ।
বৈঠায় টান মারোরে—-
অাল্লাহ ভরসা নাম দিয়াছি
মোদের বাইছের নাউ।
সবখানে জয়ী অামরা
মিষ্টি খায়া যাও।
বৈঠায় টান মারোরে——
বৈঠার তালে তালে গান, নাচ অার দর্শকের করতালিতে মুখরিত হয় পুংলী নদীর দূকুল। দর্শকের আনন্দে বাংলার ঐতিহ্যের মিলন মেলার জোয়ার নামে। হাজার হাজার দর্শক, তরুণ তরুনী প্রাণ ভরে উপভোগ করেন এ নৌকা বাইছ প্রতিযোগীতা।
প্রতিযোগীতায় এবারও প্রথম স্থান দখল করে টাংগাইলের ভূঞাপু উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামের অাল্লাহ ভরসা নামের বাইছের নৌকা। প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বাইছের নৌকাসহ প্রথম স্থান অর্জনকারী বাইছের নৌকার টিম লিডারের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ।
উক্ত নৌকা বাইছ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাংগাইল-৪ (কালিহাতী) অাসনের মাননীয় সাংসদ বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অালহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার চেয়ারম্যান অানছার অালী বিকম, এলেঙ্গা পৌর মেয়র নূর-এ-অালম সিদ্দিকীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত নৌকা বাইছ প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন, টাংগাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন অামিরী।
Leave a Reply