টাংগাইল (সখীপুর) প্রতিনিধি, মেহেদী হাসান রাসেল: টাংগাইল সখীপুর কাকড়াজান ইউনিয়নে নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশিং প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সখীপুরে কাকড়াজান ইউনিয়নে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ৯.৩০ মিনিটের সময়। কাকড়াজান ইউনিয়নের আয়োজনে ইন্দারজানী বাজারে কাকড়াজান ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার জন্য এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সখীপুর থানার পুলিশ অফিসার শাহজাজান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কাকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল হক পান্না, কাকড়াজান আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন মেম্বার, কাকড়াজান ইউপি সদস্য জয়নাল, শাহ-আলম, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, মহিলা ইউপি সদস্য কমলা বেগম। উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।