মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে দুইটি বেহুন্দী জাল আটক করা হয়েছে। জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২১এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করে জাল আটক করে। আটককৃত জালের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।অভিযান পরিচালনা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন, এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রমনি কান্ত মিস্ত্রি ও সহকারি মৎস্য কর্মকর্তা দেব দুলাল সাহা উপস্থিত ছিলেন। আটককৃত জাল উপজেলা চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা বলেন, জাটকা নিধন হয় এ ধরনের সব জাল নিষিদ্ধ করা হয়েছে। আগামী এক সপ্তাহ এসব জাল যারা নদীতে ফেলার চেস্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।