মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রথম দিনে সার্কিট হাউস চত্ত্বরে জেলার ৩০০ জন ম্যাজিক গাড়ীর ড্রাইভারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ( ভার্চুয়ালি সংযুক্ত ) কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। ৩০০ জন ম্যাজিক গাড়ীর ড্রাইভারের মধ্যে চাল, ডাল, আলু তেল প্রদান করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সূত্রে জানা যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঝালকাঠি জেলার জন্য ৮৩ লাখ ৫০ হাজার টাকার অর্থ বরাদ্দ এসেছে। ধারাবাহিক ভাবে এই অর্থ দিয়ে খাদ্য কিনে ক্ষতিগ্রস্ত দরিদ্র পেশাজীবীদের মাঝে বিতরণ করা হবে। তাতে জনপ্রতি ৪৫০ টাকা হিসেবে এ জেলার সাড়ে ১৮ হাজারের অধিক অসহায় পরিবার এ সহায়তা পাবে।