1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে মিলাদুন্নবী পালন  বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংসদিবস উপলক্ষে মানববন্ধন ইউসিবি ব্যাংকের লোহাগড়া উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য দীর্ঘকালের : কাইয়ুম চৌধুরী বিশ্বনাথে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু  দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ছাত্র পরিষদ গঠন
শিরোনাম
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়াতে অনন্য উদ্যোগ বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে মিলাদুন্নবী পালন  বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংসদিবস উপলক্ষে মানববন্ধন ইউসিবি ব্যাংকের লোহাগড়া উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য দীর্ঘকালের : কাইয়ুম চৌধুরী বিশ্বনাথে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু  দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ছাত্র পরিষদ গঠন কোম্পানীগঞ্জে পর্যটন দিবস পালিত বিশ্বনাথে চারিগ্রাম তালামীযের মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন  ভারতে মহানবী (সাঃ) অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ সমাবেশ নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান নবী মুহাম্মদ (সা.)–কে অবমাননা করায় বিজ্ঞানী জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পরিবার

ঝালকাঠিতে মিথ্যা মামলায় ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতার জামিন লাভ

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি থানায় দায়ের হওয়া একটি গায়েবি মিথ্যা ছিনতাই ও চুরি মামলায় জামিন পেয়েছেন ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলনের সদস্য সচিব উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদারসহ আটজন। জামিনপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৪জন আওয়ামীলীগ ও দুইজন যুবলীগ নেতা, একজন সরকারি কর্মকর্তা এবং একজন সমাজকর্মী। ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ তাদের জামিন মঞ্জুর করেন।

গত ০৭ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদারের তৃতীয়পুত্র মোঃ শফিকুল ইসলাম টিটু বাদী হয়ে ঝালকাঠি থানায় দন্ডবিধির ১৪৩,৩৪১,৩২৩,৩০৭,৩৭৯ ও ৫০৬ ধারায় এ মামলাটি দায়ের করেছিলেন। মামলায় আসামী করা হয় ঝালকাঠি ইকোপার্ক রক্ষা ও নদী খাল বাচাঁও আন্দোলনের সদস্য সচিব, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক খসরু নোমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন শাহীন ও সোয়েবুর মোর্শেদ সোহেল, রাজাপুর উপজেলা সদ্য অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা ইকোপার্ক আন্দোলনের যুগ্নআহবায়ক মু. আল-আমিন বাকলাই, সমাজকর্মী আক্তার হোসেন, শহর যুবলীগ যুগ্নআহবায়ক কাজী মারুফ ইরান ও যুবলীগ নেতা বাদল হোসেনকে।

মামলা দায়েরের এক সপ্তাহ পর বুধবার (১৫ফেব্রুয়ারি) সকলে আসামীরা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। তাদেঁর পক্ষে আদালতে জামিন শুনানী করেন ঝালকাঠি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বনি আমীন বাকলাই, এডভোকেট সনজিব কুমার বিশ্বাস, এডভোকেট মনিরুল ইসলাম ভুইয়া, এডভোকেট শামীম আলম বাবু ও এডভোকেট আককাস সিকদার। শুনানী শেষে আদালত প্রত্যেককে একহাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

কথিত মামলায় শফিকুল ইসলাম টিটু অভিযোগ করেন, গত ০৭ ফেব্রুয়ারি বিকালে তিনি বরিশাল থেকে মোটরসাইকেলযোগে ঝালকাঠি আসার পথে পূর্বচাদকাঠি আলমগীর কমিশনারের বাড়ির সামনে তার গতিরোধ করে আসামীরা জানতে চায় “ কেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তাদের নামে মামলা করেছি ” । উল্লিখিত কথা বলেই আসামীরা আমার গলা চাপিয়া ধরিয়া হত্যার চেস্টা করে এবং ৩নং আসামী সোয়েবুর মোর্শেদ সোহেল টিটুর পকেট থেকে একলাখ পচিশ হাজার টাকা মূল্যের একটি আইফোন এবং ৪নং আসামী খসরু নোমান পকেটে থাকা দুইলাখ পচাত্তর হাজার টাকা জোড়পূর্বক নিয়া যায়।

ইকোপার্ক আন্দোলনের সদস্য সচিব মঈন তালুকদার অভিযোগ করেন, গত কয়েক মাস যাবৎ তাঁরা ঝালকাঠি ইকোপার্ক বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছেন। ঝালকাঠি পৌরসভার মেয়র ও তার পুত্র ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদার মিথ্যা কাগজপত্র দিয়ে আদালতে মামলা করে ইকোপার্কের ৮৮ একর জমির মালিকানার পক্ষে ডিক্রী হাসিল করে। অতিঅল্প সময়ে সরকারের ৮৮ একর জমির রায় তাদের পক্ষে নেয়ায় বিষয়টি নিয়ে ঝালকাঠির বিচার বিভাগ ও প্রশাসন নড়েচরে বসে। জেলা প্রশাসক ইকোপার্কের জমি রক্ষার জন্য ঝালকাঠির যুগ্মজেলা জজ ১ম আদালতে ডিক্রী রদের মামলা দায়ের করেন। একই সাথে আমি মঈন তালুকদারসহ অপর চারজন বাদী হয়ে জনস্বার্থে ডিক্রী রদের জন্য একটি মামলা দায়ের করি। ইকোপার্ক রক্ষার জন্য আদালতে মামলা এবং রাজপথে আন্দোলন করার কারনে পৌরসভার মেয়র এবং তাঁর পুত্ররা আমাদের নানা রকম ভয়ভিতী এবং সাইবার ট্রাইব্যুনালসহ থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান বলেন, মামলা হয়রানী যতই হোক ইকোপার্ক বাস্তাবায়নের জন্য এবং আমাদের নামে মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহের দাবীতে আমরা নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews