মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ কর্মসূচী পালনের আয়োজনে মাঠে নামতে পারেনি জেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১১টায় পুরাতন কলেজ রোডস্থ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন’র চেম্বারে নেতাকর্মীরা জড়ো হয়। পুলিশের একাধিক টিম চেম্বারের সামনের রাস্তায় অবস্থান নেয়। এতে নেতাকর্মীরা চেম্বারের মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির আহব্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শামীম তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম আজম সোহানসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর আয়োজন করলে সরকারের পেটোয়াবাহিনী পুলিশ নেতাকর্মীদের আসতে পথে পথে বাধা সৃষ্টি করে। কয়েকটি ট্রলারঘাট বন্ধ করে। সড়ক পথেও চেকপোস্ট বসিয়ে তল্লাশীর নামে হয়রানি করে। এজন্য অনেক নেতাকর্মী আসতে পারেনি। আহব্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন জানান, সারাদেশে আলেম ওলামাদের উপর সরকারের বর্বর আচরণের প্রতিবাদে বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরাও বিক্ষোভের আয়োজন করলে পুলিশ আমাদের তা করতে দেয়নি। পথে পথে বাধা সৃষ্টি করেছে। হাজার হাজার নেতাকর্মী তাতে আসতে পারেনি। আমরা এধরনের আচরনের তীব্র নিন্দা জানাই। সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রাণহানিসহ অসংখ্য লোক আহত হয়েছেন। বিএনপি এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন। একর্মসূচী পালনের আয়োজন করলে পুলিশ বাধা দিয়ে তারা আমাদের গৃহবন্ধী করে রাখে। পথে পথে বাধা সৃষ্টি করে নেতাকর্মীদের হয়রাণি করে। বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করে ফ্যাসীবাদী সরকারের প্রতি ধিক্কার ও প্রতিবাদ জানান তিনি। ঝালকাঠি সদর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল হালিম তালুকদার বিএনপি নেতৃবৃন্দের এসব অভিযোগ অস্বীকার করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা অনুযায়ী আমরা রাস্তায় দায়িত্ব পালন করছি।