1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অবস্থান কর্মসূচীতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রৌমারী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন লোহাগড়ার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ শাহ আরফিন সড়কে চাঁদাবাজির মহোৎসব : জড়িত পুলিশ-সিন্ডিকেট শ্যামনগর গাবুরায় অপারেশনে ডেভিল হান্টে বনদস্যুদের দুই সহযোগী আটক, অস্ত্র উদ্ধার ফুলবাড়ীতে আ.লীগ নেতা শংকর গ্রেফতার ছত্তিশগড়ে ৩১ মাওবাদী ২জন নিরাপত্তারক্ষী সদস্য নিহত উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে উচ্চ আদালতের রায়
শিরোনাম
অবস্থান কর্মসূচীতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রৌমারী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন লোহাগড়ার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ শাহ আরফিন সড়কে চাঁদাবাজির মহোৎসব : জড়িত পুলিশ-সিন্ডিকেট শ্যামনগর গাবুরায় অপারেশনে ডেভিল হান্টে বনদস্যুদের দুই সহযোগী আটক, অস্ত্র উদ্ধার ফুলবাড়ীতে আ.লীগ নেতা শংকর গ্রেফতার ছত্তিশগড়ে ৩১ মাওবাদী ২জন নিরাপত্তারক্ষী সদস্য নিহত উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে উচ্চ আদালতের রায় কলকাতার নারেকলডাঙায় অগ্নিকান্ডে ১ জন নিহত, ভস্মীভূত প্রায় ৫০ ঝুপড়ি  লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হাত পা বেঁধে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা বিশ্বনাথে পচনরোগে আক্রান্ত আলুর ক্ষেত বিশ্বনাথে বরকত উল্ল্যা এডুকেশন ট্রাস্ট’র উদ্যোগে ১৭ তম শিক্ষা উপকরণ বিতরণ

ঝালকাঠিতে জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট, নেমেছে পর্যটকদের ঢল

  • Update Time : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩০৩ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ সরকারি বিধিনিষেধ তুলে নেয়ার পর ঝালকাঠির খালে-বিলে পেয়ারার ভাসমান হাট ও বাগান দেখতে পর্যটকদের ঢল নেমেছে। প্রতিদিন ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভাসমান পেয়ারা হাট ও বাগানের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলার ৫৫ গ্রামে পেয়ারার চাষ হয়। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে কয়েক হাজার মানুষের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে এ পেয়ারা। তবে আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র মাসে এলাকার নদী-খালে বসে ভাসমান পেয়ারার হাট। এসব হাট থেকে সারাদেশে পেয়ারা সরবরাহ করা হয়।

ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি বিলসহ বিভিন্ন খালে পেয়ারার ভাসমান হাট এখন জমজমাট। এ হাটে পিরোজপুরের স্বরূপকাঠি জাতের প্রতি মণ পেয়ারা ৪৫০ টাকা পাইকারি দামে বিক্রি হচ্ছে। তবে থাই জাতের পেয়ারা প্রতি মণ বিক্রি হচ্ছে দুই হাজার ৮০০ টাকায়।

ঝালকাঠি কৃষি বিভাগ, পেয়ারা চাষি ও বাগান মালিক জানান, এ বছর সদর উপজেলার ২১ গ্রামে এক হাজার ৮৫০ একর জমিতে পেয়ারা চাষ হয়েছে। এর মধ্যে কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি, কীর্তিপাশা, মীরাকাঠি, ভৈরমপুর, ডুমুরিয়া, খেজুরা, খোদ্দবরাহর, বেশাইন খান, শংকর ধবল, বেউখান, স্থানসিংহপুর ও নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম, হিমানন্দকাঠি, দাড়িয়াপুর, সওরাকাঠি ও কঙ্গারামচন্দ্রপুর গ্রামে সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদন হয়েছে।

ভীমরুলি বিলকে ঘিরে পেয়ারা বাগানের মধ্যদিয়ে বয়ে যাওয়া আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র পর্যন্ত তিনমাস ভাসমান নৌকায় বসে পেয়ারার হাট। চাষিরা নৌকায় পাইকারি ও খুচরায় পেয়ারা কেনাবেচা করেন।

প্রায় ২০০ বছর আগে ভীমরুলি বিলের আশপাশে পেয়ারার আবাদ শুরু হয়। এ জাতটি আনা হয়েছিল ভারতের তীর্থস্থান গয়া থেকে। পরে এটি স্বরূপকাঠি জাত নামে পরিচিতি পায়। বংশ পরম্পরায় এখানকার মানুষ পেয়ারার আবাদ করে আসছেন। সাধারণত মাঘ-ফাল্গুন মাসে পেয়ারা গাছে ফুল আসে। আর ফল পাকা শুরু হয় আষাঢ় মাসে।

কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া বলেন, ঝালকাঠির পেয়ারা রাজ্যের সঙ্গে মিশে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে পেয়ারার ভরা মৌসুম। এসময় দেশি-বিদেশি পর্যটকরা ভাসমান পেয়ারা হাট-বাগান ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. ফজলুল হক বলেন, চাষিরা যে আবাদে লাভ বেশি পাবেন সেদিকেই আগ্রহী হবেন। যার ফলে এ এলাকার মানুষ পেয়ারা চাষে ঝুকছেন বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews