মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটির কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এইচএম আখতারুজ্জামান বাচ্চুর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেল করা হয়েছে। সংবাদ সম্মেলনে কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয় কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চুকে। এর আগে ওই পদে ছিলেন গোলাম মোস্তফা ফিরোজ। দলীয় কোন্দল সৃষ্টিসহ নানা অভিযোগে তাকে আর দলীয় পদ দেওয়া হয়নি। এ কারনে তিনি এইচএম আখতারুজ্জামানের ওপর ক্ষিপ্ত হন। সেই থেকে বাচ্চুর বিরুদ্ধে গোলাম মোস্তফা ফিরোজ নানা ষড়যন্ত্র শুরু করেন। ফিরোজের নিজের আইডি ও ফেইক আইডি তৈরি করে ফেসবুকে বাচ্চুর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এতে বাচ্চুর সম্মানহানী হচ্ছে জানিয়ে এর তীব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে তিনি জানান, বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিএনপির ছত্রছায়ায় বীরদর্পে ছিলেন। অথচ প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন এলাকায় থাকতে পারেননি। দায়িত্বহীনতার কারনে তাদের পরবর্তী কমিটিতে আর পদ দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তারাও ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চুর নামে অপপ্রচারে সহযোগিতা করছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিন্টু মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুসরাত জাহান বেবী ও ছাত্রলীগ সভাপতি শামীম রেজাসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা ফিরোজ বলেন, আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ ধরনের কোন লেখা আমি লিখিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।