মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছে সর্বসাধারণ। বিপাকে শ্রমজীবীরা। করোনাভাইরাস রোধে জেলায় জেলায় লকডাউন করা হয়েছে। বাইরের জেলার সাথে ঝালকাঠি জেলার যোগাযোগ প্রায় বন্ধ। একপ্রকার ঘরবন্দি জীবনযাপন চলছে। কর্ম না থাকায় বিপাকে পড়তে হয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের।
এরই মধ্যে বোরো ধান পাকতে শুরু করেছে। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জাম লুসান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় এমপি আমির হোসেন আমুর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২০ এপ্রিল) ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন দারখি গ্রামের বিল থেকে কৃষক খলিল সরদারের প্রায় দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জাম লুসান। এতে কৃষক খলিল সরদার খুশি হয়ে আমির হোসেন আমু এমপি ও ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জাম লুসান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জাম লুসান বলেন, করোনাভাইরাসের কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য মানবিক দিক বিবেচনা করে আমি ও সদর উপজেলা ছাত্রলীগের নেতা শেখ মঈন, বাসন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ দোলন বিশ্বাস সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। করোনার কারণে আমাদের এলাকার কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এ কাজ করা হচ্ছে। কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জাম লুসানের এমন উদ্যোগকে প্রশংসা করছেন সচেতনমহল।