ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় দলবদ্ধ স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী মো.রাকিব জমাদ্দারকে চট্রগ্রাম থেকে আটক করেছে চট্রগ্রাম র্যাব-৭।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে আটককৃত রাকিব জমাদ্দারকে কাঁঠালিয়া থানায় সোপর্দ করা হয়। গত সোমবার (২২জানুয়ারী) চট্রগ্রাম র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো.রাকিব জমাদ্দার (২৪) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পশ্চিম তারাবুনিয়া গ্রামের মো.আঃ হাকিম জমাদ্দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার।
মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মো.খোকন সিকদারের মেয়ে ও চেঁচরী রামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী (মিম আক্তার) কে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয় পাশ্ববর্তী তারাবুনিয়া গ্রামের সেলিম খানের বখাটে ছেলে সাগর খান। গত বছরের ১২ ডিসেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ওই ছাত্রীকে মটর সাইকেলে তুলে তারাবুনিয়া গ্রামের সুখরঞ্জন শীলের পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে যায়। সেখানে ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক পালাক্রমে ধর্ষণ করে আসামীরা। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়ীতে এসে বিষয়টি স্বজনদের জানায়। পরের দিন ১৩ ডিসেম্বর ধর্ষণের স্বীকার ওই ছাত্রীর পিতা মো.খোকন সিকদার বাদী হয়ে সাগর খান, মনির জমাদ্দার ও রাকিব জমাদ্দারকে আসামী করে কাঠালিয়া থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-৫) করেন। এ নিয়ে মামলার তিন আসামীর মধ্যে প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজন পলাতক রয়েছে।
ওসি বলেন, চট্রগ্রাম র্যাব-৭ এবং বরিশাল র্যাব-৮ এর একটি দল ধর্ষণ মামলার আসামী মো.রাকিব জমাদ্দারকে আটক করে গতকাল সোমবার থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।