মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ করোনা ভাইরাস আক্রান্ত কতটা ভয়াবহ সে বিষয়ে জনগনকে সচেতন করতে রাস্তায় রাস্তায় ছুটছেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন।
মঙ্গলবার সারাদিন জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে পথচারীদের মাক্সপড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ বিভিন্ন রকম সচতেনতামূলক প্রচার চালিয়েছেন। সরকারের ঘোষনানুযায়ী জরুরী সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া অন্যন্য দোকানপাঠ বন্ধ রাখতে ব্যবসায়ীদেরকে কঠোর হুশিয়ারীও দেন তিনি।
এ সময় তার সাথে ঝালকাঠির অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মঈনুল হক এবং সদর থানার ওসি মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।