মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সদ্য অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুইজন নারী চেয়ারম্যান পদে পুরুষ প্রার্থীদের সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে একজন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে এবং অপরজন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দুজনই নৌকা প্রতিকে জয়লাভ করেছেন।
ঝালকাঠিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আওয়ামী লীগের তিন চেয়ারম্যান। তারা হলেন ঝালকাঠি সদরের কেওড়া ইউনিয়নের আবু সাইদ খান, নলছিটি উপজেলার নাচনমহলের সিরাজুল ইসলাম সেলিম ও রাজাপুর উপজেলার গালুয়ায় গোলাম কিবরিয়া পারভেজ।
ঝালকাঠি জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩১টি ইউপির মধ্যে ৩০টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে শুধু জয় পান স্বতন্ত্র প্রার্থী আবদুর রহীম মিয়া।
এর মধ্যে ঝালকাঠির দুইটি ইউপিতে দুইজন নারী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দুইজন নারী প্রার্থী প্রায় সব জায়গায় বিরাট ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
বিজয়ী দুইজন নারী প্রার্থী যারা হলেন
ঝালকাঠির রাজাপুর উপেজলার শুক্তাগরে বিউটি সিকদার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে ৭ হাজার ৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতিকে মো. আমির হোসেন ৬৫৯ ভোট পেয়েছেন। এখানে মোট ভোটার ১৫ হাজার ৪৮১জন।
এদিকে ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউপিতে জেসমিন আক্তার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে ৬ হাজার ৩৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ,হাত পাখা প্রতিকে মো. মাঈনুল ইসলাম পেয়েছেন ৯৩৯ ভোট। এখানে মোট ভোটার ১১ হাজার ৫০৮ জন।
প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৬৪ দশমিক ৭৩ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে ঝালকাঠি সদরের বিনয়কাঠী ইউপিতে, ৪৯ দশমিক ৫৭ শতাংশ।
২০১৬ সালের ২২ মার্চ ৭১২টি ইউপিতে প্রথম ধাপের ভোটগ্রহণ হয়েছিল। সে সময় ভোট পড়েছিল ৭৩ দশমিক ৮২ শতাংশ। ওই নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল।
এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাতীয় পার্টি-জেপি অংশ নিয়েছে। বিএনপি ভোট বর্জন করেছে আগেই।