ডেস্ক:
ভারতের ঝাড়খন্ডে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। ঝাড়খন্ডের রামগড় জেলার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে বুধবার (১০ জানুয়ারি )এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ১টি ২ বছরের শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪। বুধবার (১০ জানুয়ারি ) সকালে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাজরাপ্পা চিতার পুরের কাছে জাতীয় সড়ক ২৩ এ ভোররাত ৩টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ১০ জন যাত্রী নিয়ে আসছিল, আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।