সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জয়পুরহাট সদর থানা এলাকা হতে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ (০১) একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় গতকাল ১৭-০৮-২০২২ তারিখে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানাধীন পৌরসভার অন্তর্গত মাস্টারপাড়াস্থ আসামী শ্রীমতি হাসি রাণী সাহা এর বসত বাড়ী হতে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী শ্রীমতি হাসি রাণী সাহা (৫০), স্বামী-মৃত লসমন সাহা, সাং-মাস্টার পাড়া (ফায়ার সার্ভিস এর উত্তর পার্শ্বে), থানা ও জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ০৫টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।