সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধঃ আজ ২৪-০৮-২০২১ খ্রিঃ, রোজ মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক পাঁচবিবি পৌরসভা এলাকা থেকে প্রায় ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল জব্দ সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই মোঃ আনিছুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি পৌরসভা এলাকা হইতে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ পূর্বক মোছাঃ হামেদা বেগম (৪৫), স্বামী-মোঃ মোশারফ হোসেন, গ্রাম- মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া), থানা- হাকিমপুর, জেলা-দিনাজপুরকে আটক করে পাঁচবিবি থানা পুলিশ।