সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে জয়পুরহাট জেলার আবুল কাশেম ময়দানে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা” এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার অত্র আয়োজনটি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মহোদয়, জয়পুরহাট। এছাড়া অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনাব মাছুম আহাম্মদ ভুঞা, পুলিশ সুপার মহোদয়, (পিপিএম) জয়পুরহাট, জনাব এসএম সোলাইমান আলী, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, জয়পুরহাট এবং জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেয়র, জয়পুরহাট পৌরসভা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বইমেলার আয়োজনে স্টলগুলোতে বিভিন্ন বয়সী শিক্ষার্থী এবং সাথে অভিভাবক দের বিভিন্ন ধরনের শিক্ষামূলক বই সংগ্রহ করতে এবং পড়তে দেখা গিয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুরু হওয়া চার দিন ব্যাপী এই আয়োজনটি স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আগামী ২রা জানুয়ারী ২০২২ রোজ রবিবার পর্যন্ত বইমেলাটি চলবে।
Leave a Reply