সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি সহ সেখানে জেলা ও উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply