সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের বানাইচ গ্রামে পুকুর খনন করতে গিয়ে একটি বিশাল মুর্তির তিনটি অংশ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ক্ষেতলাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামীকাল বা সুবিধা মত সময়ে উদ্ধারকৃত মূর্তির তিনটি অংশ প্রত্নতত্ত্ব জাদুঘরে (মহাস্থান কিংবা পাহাড়পুর) সংরক্ষণের জন্য পাঠানো হবে।
মূর্তিটি হংসবাহন ব্রহ্মার বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply