সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই শ্লোগান কে সামনে রেখে জয়পুরহাটের কালাই তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ পালন করা হয়েছে।
এ সময় জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী
কর্মকর্তা টুকটুক তালুকদার। গতকাল বৃহস্পতিবার সকালে কালাই ফায়ার সার্ভিস প্রাঙ্গণে স্টেশন ইনচার্জ বজলুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক।
এছাড়াও সেখানে শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দগণও মূল্যবান বক্তব্য রাখেন।