সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক,স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (১৭ মার্চ) বুধবার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি,মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম,রাগীব এন্ড আয়মান কোম্পানির ইন্জিনিয়ার মোহাম্মদ মিনারুল ইসলাম,সহকারী শিক্ষক নুরুল ইসলাম,হোসনা বেগম প্রমূখ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাগীব এন্ড আয়মান কোম্পানির সমন্বয়কারী মোহাম্মদ আমজদ হোসেন।