সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়েছে।
আজ( ৮ এপ্রিল বৃহস্পতিবার) বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন ভবন নির্মানের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশ্বনাথ উপজেলা ইঞ্জিনিয়ার সাইদ আহমদ, সহকারী ইঞ্জিনিয়ার ( বিশ্বনাথ উপজেলা) প্রদীপ চন্দ্র দেবনাথ, ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান রাগীব এন্ড আইমান এন্টারপ্রাইজের মুহাম্মদ আমজাদ হোসেন, কার্য সহকারী অফিসার রমেন্দ্র নাথ রায়, সিলেটের উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ওয়ারিছ আলী,সহ সভাপতি ফারুক আহমেদ, মোহাম্মদ নুর মিয়া, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, শ্যামল চন্দ্র দাস,আপ্তাব আলী,প্রদীপ চন্দ্র দেব।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান।