জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিশ বস্তা (৯৮০ কেজি) ভারতীয় চিনিসহ ডিআই পিকআপ ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা অক্টোবর উপজেলার হরিপুর জমসেদপুর রিসোর্ট এলাকা থেকে চিহ্নিত মোটরসাইকেল চোর কয়েস আহমেদ তালুকদারকে চুরির মোটরসাইকেল সহ আটক করে পুলিশ। পরে রিমান্ডে আটককৃত আসামির দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া অপর মোটরসাইকেলের সন্ধানে নামে মডেল থানা পুলিশ।
আসামির দেয়া তথ্যমতে বৃহস্পতিবার (২রা নভেম্বর) বেলা ১২ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মোবাইল ট্র্যকিং এর মাধ্যমে সিলেট নগরীর মেয়র কামরান চত্বরের সামনে থেকে ডিসকবার ব্রান্ডের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
দিনের অপর অভিযানে মডেল থানার উপ পরিদর্শক রসুল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার হরিপুর এলাকায় সিলেট তামাবিল মহাসড়কের করিচেরপুল এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা (৯৮০ কেজি) ভারতীয় চিনি সহ একটি ডিআই পিকআপ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিনির সাথে থাকা চালক ও চোরাকারবারি পালিয়ে যায়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম মটর সাইকেল ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান ঘটনার সাথে জড়ীতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ভারতীয় চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।