কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আগামী ১৭অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বাকি মাত্র ৬দিন। কুড়িগ্রাম ৩নং ওয়ার্ড (ফুলবাড়ী উপজেলা) সাধারণ সদস্য পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের সহধর্মিণী সরকার মনোয়ারা বেগম (হাতি প্রতীক) ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল (তালা প্রতীক)। উভয় প্রার্থী দিবারাত্রি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। বসে নেই প্রার্থীর কর্মী সমর্থকরা, কে বিজয়ী হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। চায়ের দোকানে আলোচনার ঝড় সহ পোস্টার ব্যানারে ছেয়ে গেছে গোটা উপজেলা। এই উপজেলায় ভোটারের সংখ্যা ৮১জন। কুড়িগ্রাম জেলা পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী। গোটা উপজেলার দৃষ্টি এখন কে হচ্ছেন জেলা পরিষদ সদস্য। সবাইকে অপেক্ষা করতে হবে ১৭ তারিখ পর্যন্ত।