এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
২৬ জুন রোববার কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহছানের উপর হামলার প্রতিবাদে রাজীবপুর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল রাজিবপুর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, যুগ্ন আহবায়ক আলামিন , ছাত্রদল নেতা শামীম, তারিকুল, রাশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা আরো বলেন দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।