মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার ব্যাবস্থাপনায় আল কারিম অক্সিজেন সেবার আওতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারীদের গোসল কাফন-দাফন ও আক্রান্ত রোগীদের সর্ব্বোচ্চ অক্সিজেন সেবা ও সেচ্চায় রক্তদান কর্মসূচি করোনার প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । আজ ১৮ জুলাই রবিবার সকাল ১১ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফেজ মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় এসব সিদ্দান্ত গ্রহণ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, শেখ জামিল আহমেদ, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মাওলানা আঃ সত্তার , মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ হারুন অর রশিদ, জি এম নওশের আলী, মুফতি ফয়জুল্লাহ প্রমুখ,
সভা শেষে মাওলানা আব্দুল্লাহ ইমরানকে প্রধান পরিচালক ,হাফেজ আসাদুল্লাহ আল গালিবকে সহকারী পরিচালক এবং শেখ হাসান ওবায়দুল করিমকে সমন্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট জেলা আল কারীম অক্সিজেন সেবা পরিচালনা কমিটি গঠন করা হয়।