সৌদি আরব প্রতিনিধিঃ
সৌদিআরবে প্রবাসী বাঙ্গালীদের নামকরণ করা ঐতিহ্যবাহী “মোছনা বাজার স্বাগতিক স্পোটিং ক্লাব”র পক্ষ থেকে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় গত কাল ২অক্টোবর। উক্ত টুনামেন্টে সিলেটি প্রবাসীদের ২০টি ফুটবল টিম অংশগ্রহণ করে। SBFF এর সহ সভাপতি স্বাগতিক মোছনা বাজার ফুটবল ক্লাবের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে, “ভাই ভাই স্পোটিং ক্লাব”র ক্রীড়া সম্পাদক “এশিয়া এক্সপ্রেস টুয়েন্টিফোর ডট কম ” অনলাই নিউজ এর সৌদি আরব প্রতিনিধি জয়নাল আবেদীন জয়ের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি-বাংলাদেশ আওয়ামী সমাজসেবা লীগের সৌদিআরব জেদ্দা’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলা মানুষকে খারাপ কাজ খারাপ চিন্তাধারা থেকে দূরে রাখে। খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন মন-মানসিকতা ভাল রেখে খেলতে হবে এবং শালীনতা বজায় রেখে খেলতে হবে, দেশ ও জাতির ভাবমূর্তি রক্ষা করতে হবে। এদিকে যেন সকল খেলোয়াড়ের দৃষ্টি থাকে।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব ফুটবল SBFFএর প্রধান উপদেষ্টা জনাব গুলবর খান। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলা ফুটবল ক্লাবের সভাপতি SBFF সভাপতি জসিম উদ্দীন ভূইয়া। বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার সৌদিআরব জেদ্দা শাখার সভাপতি আরশ আলী গনি। ভাই ভাই ফুটবল ক্লাবের সভাপতি SBFF এর সহ সভাপতি ময়নুল ইসলাম। SBFF এর সাধারণ সম্পাদক সাবেক সিলেট জেলা দলের ফুটবলার সুরুজ খাঁন, SBFF এর উপদেষ্টা সামসুল হক, আলা উদ্দিন, মছরু মিয়া, মোছনা প্রবাসী রেস্টুরেন্টের মালিক মোঃ আনোয়ার আহমেদ। আছকির আলী, আনোয়ার মিয়া, আংগুর মিয়া ও হেদায়াত মিয়া।
আরো উপস্থিত ছিলেন মাহমুদ আলী, খলিলুর রহমান কালন, সুলতান মিয়া।সেলিম আহমদ, আইমান আলী, মাসুক আহমদ, মানিক মিয়া, রিয়াজ উদ্দীন, ফখর মিয়া প্রমুখ।