মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী হারুন মিয়াকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
জানা যায়, হারুন মিয়া উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আব্রু মিয়ার পুত্র।
থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, হারুন জিআর মামলায় ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।