চট্টগ্রাম প্রতিনিধিঃ অমর একুশে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২.০১মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি,এম,কাদের এমপি এবং জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্য প্রফেসর ড.মাসুদা এম.রশীদ চৌধুরী এমপির পক্ষ থেকে জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।
জাতীয় ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব কাজেমুল হাসান শাহেদ এর নেতৃত্বে আরও উপস্হিত ছিলেন চবি ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক বোরহান, সদস্য জাকের হোসেন, জসিম উদ্দিন, জাহেদুল ইসলাম, জামিলুর রেজা, ইফতেখার মাহমুদ,খাইরুল ইসলাম, আবিদুর রহমান, মো.শহিদুল ইসলাম, ইসরাফিল ইসলাম রিয়াদ, রাকিবুল ইসলাম।