সোহেল আহমদঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওস্থ হযরত মাওলানা কুদরত উল্লাহ রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ১৩ নভেম্বর সোমবার সাহেবেরগাঁও জামে মসজিদ মাঠে বিকাল ২টায় শুরু হয়। বাদ ফজর দোয়ার মাধ্যমে শেষ হয়।
সম্মেলনে গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান গণেশপুরী, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা, সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন মাওলানা ওয়াজ আলী হাসান উসামা- ঢাকা, বেফাক বোর্ডের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান, মুফতি ইউনুস আহমদ আমিনী- লক্ষীপুর, নোয়াখালী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, মাওলানা আনজার শাহ তানিম- সাহেবজাদায়ে আল্লামা আনোয়ার শাহ কিশোরগঞ্জী রহ., মাওলানা নুরুল হক নবীগঞ্জী, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী-ঢাকা, মাওলানা আব্দুল মুমিন- ছাতকী প্রমুখ। এছাড়াও স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করবেন।
সম্মেলনে বক্তাগণ বলেন, যখন হত্যা, গুম, সন্ত্রাস, রাহাজানি, নারী নির্যাতন সহ নানা অপকর্মে পৃথিবীতে নেমে এসেছিল অন্ধকারের অমানিশা, তখন আলোক বর্তিকা নিয়ে আগমন করলেন বিশ্বসেরা মহামানব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)। জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ প্রতিষ্ঠা করলেই কেবল শান্তিময় পৃথিবী গড়া সম্ভব। পারিবারিক ভাবে ইসলামী জ্ঞান চর্চার প্রতি গুরুত্বারোপ করে, জাতীয় শিক্ষা পাঠক্রমের সকল স্তরে কুরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবী জানান। বক্তাগণ আরো বলেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। মাদরাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুৎবা, ওয়াজ মাহফিল, সভা-সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কোরআন-সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দেন। তাদের উপদেশ শুনে সাধারণ মানুষ সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করেন। সৎ ও আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। আর এ দ্বীনি শিক্ষা অর্জনের একমাত্র মাধ্যম-ই হচ্ছে মাদারিসে কওমিয়া। বক্তগণ ইসলামী শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করায় জামেয়া পরিচালনা কমিটির পক্ষে মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং যারা সহযোগিতা করেছেন ও সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।