ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ’আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিআরডিবি কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক।
এসময় উপজেলার দৌলত পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।