বিশেষ প্রতিনিধিঃ গ্রিসের এথেন্সের ভাই বোন রেস্টুরেন্টে গতকাল ২৪অক্টোবর (শনিবার) সন্ধা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সাবেক সভাপতি অধ্যাপীকা রেহানা প্রধানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া মাহফিল।
জাগপা গ্রিস শাখার উপদেষ্টা আকুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ মিয়ার সঞ্চালনায় শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা গ্রিস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে গোলাপ মিয়া বলেন অধ্যাপিকা সেনাপ্রধান ১৯৭৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে নিঃস্বার্থভাবে রাজনীতি করে গেছেন। উনার মধ্যে ছিল দেশ প্রেম আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার চুড়ান্ত গুণাবলী।
আমরা অধ্যাপিকা রেহেনা প্রধানের আদর্শকে বুকে লালন করে এগিয়ে যেতে চাই। দল ভাঙ্গা গড়ার রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্দেশ্য বলেন -জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজলুম জননেতা শফিউল আলম প্রধান ভাইয়ের নিজ হাতে গড়া জাতীয় গনতান্ত্রিক পার্টি। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন নং ৩৬। বাংলার জন গনের হৃদয়ে ছিলো আগামিতেও থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের পরিস্থিতি হবে মীরজাফরদের মত,পরিশেষে তিনি নেতা কর্মিদের উদ্দেশ্য করে বলেন -জননেতা শফিউল আলম প্রধান ভাইয়ের সুযোগ্য কন্যা বর্তমান সভাপতি জননেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে দেশ এবং দল কে এগিয়ে নেওয়ার শপথ নিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাগপা’র গ্রীস শাখার সিনিয়র সহ সভাপতি শানুর মিয়া, সহ সভাপতি জাহির উদ্দিন, সহ সভাপতি ছানাউর রহমান চান মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো: কবির মিয়া, মাছুম মিয়া, আব্দুস সামাদ, মো: জুনেদ আহমেদ জুনো, ইকবাল মারুফ, হেলাল আহমেদ প্রমুখ।