বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সাংস্কৃতিক সভা ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত ৮ মার্চ৷ ২০২২ ইং বেলা ১২ ঘটিকায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়নের প্রবীণ মুরব্বি মুক্তিযুদ্ধা আপ্তাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক, দৈনিক দেশ সেবা পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুশ শহিদ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহঃশিক্ষিকা হোসনা বেগম, সহঃশিক্ষিকা রাহেলা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি মুক্তি। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।