এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- জমে উঠেছে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনী প্রচার প্রচারণা। আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা দলবলসহ মানুষে ধারে ধারে ভোট প্রার্থনা করেছেন।
এই পৌরসভায় মুলত প্রধান দুই দলের মধ্যে লড়াই হয়ে থাকে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে। গত নির্বাচনে মেয়র পদ টি আওয়ামীলীগের দখলে চলে যায়। বিএনপির পরাজয় হওয়ার কারণ ছিল বিদ্রোহী প্রার্থী। তার আগের নির্বাচনে বিএনপির প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছিল। এবার বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক, জেলা বিএনপির সহসভাপতি সহঃ অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলামের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা বেশি। ইতিমধ্যেই বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুবকর সিদ্দিক কে দল থেকে বহিষ্কার করছে কেন্দ্রীয় কমিটি।
গতকাল কুড়িগ্রামে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সহঃ অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর পক্ষে জনসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব কুড়িগ্রামের কৃতিসন্তান জনাব রুহুল কবির রিজভী।