বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের জনপ্রিয় ক্রীড়া সংগঠন খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপের ২য় আসরের উদ্বোধন ও ট্রপি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী রবিবার বাদ এশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাগঞ্জ বাজারে এই টুর্নামেন্টের ট্রপি উন্মোচন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ফেডারেশনের নেতৃবৃন্দ।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন উত্তর বিশ্বনাথের স্মাট সংগঠন বাতিঘর এর সাবেক সভাপতি গোলাম মোস্তফা।
১৬ জানুয়ারী মঙ্গলবার থেকে ইউনিয়নের ১০ টি ক্রিকেট টিম নিয়ে ফেডারেশন কাপের ২য় আসরের ১ম খেলার শুভ সুচনা করা হবে। খেলাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে খাজাঞ্চির আরেক জনপ্রিয় সংগঠন ভি সেভেন খাজাঞ্চি ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে ও ফেডারেশনের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।
আলোকসজ্জায় সজ্জিত শত-শত ক্রীড়ামোদী দর্শক এবং অংশগ্রহনকারী ১০ টি দলের দলীয় অধিনায়ক সহ দলের খেলোয়াড়দের প্রানবন্ত উপস্থিতির মধ্য দিয়ে ট্রপির মোড়ক উন্মোচন করেন ভি সেভেন খাজাঞ্চি ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকের ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর সাবেক সদস্য শালিস ব্যাক্তিত্ব কবির আহমদ কুব্বার। বিশেষ অতিথি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও বেবি কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, আইনজীবী মাসুদ হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, সাবেক মেম্বার আমির উদ্দিন, সিরাজ মিয়া, সংগঠক মোস্তাক আহমদ মুস্তফা, খালেদুর রহমান লাকি, মোজাইদ আলী, মঈন উদ্দিন, মাতিন আহমদ, প্রবাসী কবির মিয়া, আব্বাস হোসেন রিপন, ফেডারেশনের সভাপতি ফারহান উদ্দিন, সহসভাপতি রাজন আহমদ, নেছার আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক মুহাইমিনুল মাহী, সদস্য বুরহান উদ্দিন তালুকদার, ফজলুল হক, ফারুক আল মনির, মোস্তফা আহমদ। অংশগ্রহণকারী সিক্সার সিক্স দলের অধিনায়ক হাবিবুল্লাহ, এডিবি ক্রিকেট একাডেমির অধিনায়ক রাজন আহমদ, বিএমএম দলের রাহাত, এমসিসি দলের আবু বকর, ইউনিটি দলের মকবুল, আনন্দ দলের এনাম উদ্দিন, একতা দলের আতিকুর রহমান, লিটল স্টার দলের জসীম উদ্দিন, শুভেচ্ছা দলের আলী আহমদ, তরুণ প্রতিভা দলের সারোয়ার আহমদ, বাতিঘর সংগঠনের দায়িত্বশীল ও সাধারণ সদস্য সহ এলাকার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ফেডারেশন কাপের পুরো খেলাটি লাইভ সম্প্রচার করবে মহানগর বাংলা ফেইসবুক পেইজ ও অন্যান্য মিডিয়া।