বিশ্বনাথ থেকে বিশেষ প্রতিনিধিঃ গতকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতিক প্রত্যাশী গরীব ও মেহনতি মানুষের ঘনিষ্ট বন্ধু বাবু শংকর চন্দ্র ধরের ৪৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শংকর চন্দ্র ধরের জন্মদিন উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বন্ধু-বান্ধব, শুভাকাংখী ও দেশ বিদেশে অবস্থানরত অনেকেই ব্যক্তিগত এবং সাংগঠনিক ভাবে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন ভাবে জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
দলীয় নেতাকর্মী, শুভাকাংখী ও বন্ধু-বান্ধবের পাঠানো জন্মদিনের শুভেচ্ছাবার্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শংকর চন্দ্র ধর তাহার জন্মদিনে সবার ভালবাসায় সিক্ত হয়ে বলেন; আমি সবার ভালবাসায় গর্বিত ও আন্দোলিত। যারা আমাকে আন্তরিকতা দেখিয়ে সিক্ত করেছেন শুভ কামনা জানিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা রইল। তিনি আরো বলেন, আমি সুখে দুঃখে খাজাঞ্চীবাসীর পাশে আছি, পাশে থাকব সমসময়। আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে বিজয়ী হয়ে অবহেলিত এই ইউনিয়নের উন্নয়নে অবধান রাখতে চাই। আপনাদের ভালবাসা, সমর্থন আমার চলার পথে প্রেরণার উৎস। আমাকে পাশে রাখবেন সবসময় এই আশাবাদ ব্যক্ত করে তিনি সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন।