রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে।সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে।
পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন অথচ জনপ্রিয় ছাত্রনেতা ,পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শাফিন আহমেদ পায়েল । আজ মঙ্গলবার ১৯৯০ সালের ১৩ই জুলাই আজকের এই দিনে সকলের সুপ্রিয় শাফিন আহমেদ পায়েল লালমনিরহাট, পাটগ্রাম উপজেলার এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।
বর্তমান ছাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে জনপ্রিয়তায় তিনি একদিনে উঠে আসেন নাই, ২০০৬ থেকে ছাত্ররাজনীতি শুরু ওয়ার্ড ছাত্রলীগের সদস্য পদ দিয়ে।২০০৬-২০১১ উপজেলা ছাত্রলীগের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক, ২০১১ সালে পাটগ্রাম জসিমউদদীন কাজী আব্দুলগণি ডিগ্রি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী, ২০১১-২০১৮ সালে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালনের পর, ২০১৮ সালে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন সেই সাথে মাস্টার্স এলএলবি অধ্যায়নরত।
তিনি পাটগ্রাম উপজেলার তরুন ছাত্রলীগের এক উজ্জ্বল নক্ষত্র। ছাত্রলীগ পরিবারের সদস্যরা তাকে অন্যতম একজন অভিভাবক হিসেবেই মনে করেন। শুধু ছাত্রলীগের নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে। আজ ১৩ই জুলাই প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন সকলের প্রিয় ছাত্রলীগ নেতা সাফিন আহম্মেদ পায়েল। জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, কর্মী সমর্থক আর শুভাকাঙ্ক্ষীদের দখলে। এ যেনো ঈদের মিলন মেলা। আসলেই তো ঈদ।কারণ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, কর্মী-সমর্থকদের কাছে শাফিন আহমেদ পায়েল এর জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার। এইদিনে আনন্দ উল্লাস না করলে
কি হয়?
চলুন দেখে নেয়া যাক শাফিন আহমেদ পায়েল এর শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কি হচ্ছে:
পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল লিখেছেন -শুভ জন্মদিন সাফিন আহম্মেদ পায়েল
সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পাটগ্রাম উপজেলা শাখা।
সুন্দর ও মসৃণ হোক আগামীর পথচলা।
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর লিখেছেন- জন্মদিনে অফুরন্ত দোয়া ও ভালোবাসা।
পাটগ্রাম পৌর যুবলীগ নেতা হুসাইন ইকবাল রোমি লিখেছেন-শুভ জন্মদিন,পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মামুন লিখেছেন-শুভ জন্মদিন বড় ভাই, পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন লিখেছেন -নিরন্তর ভালোবাসা রইলো ,আলোকিত করবেন এই পৃথিবীকে এই প্রত্যাশায় শুভ জন্মদিন বড় ভাই
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিরব লিখেছেন -শুভ জন্মদিন, পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবতাবুর রহমান লিখেছেন-হাজার বছর বেঁচে থাকুন শুভ জন্মদিন।
দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
এম আর এইচ সরকার রাকিব লিখেছেন-সকল মানুষের ভালোবাসা পায় এমন নেতা খুব কমই জন্ম নেয় আপনি এমন নেতা যাকে গরিব, দুঃখী ,ধনী সকলেই ভালবাসে। সকল মানুষের ভালোবাসার পাত্র আপনি,আপনার জন্মদিনে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন লিডার। মজিবুর রহমান মিরাদ লিখেছেন-শুভ জন্মদিন শুভ কামনা ও ভালবাসা রইল। শাফিন আহমেদ পায়েল ভাই
সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ, পাটগ্রাম উপজেলা শাখা।
পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি -সম্পাদক সহ শুভাকাঙ্ক্ষীদের ফেসবুক টাইমলাইনে শুভেচ্ছায় সিক্ত তিনি।
এছাড়া আরও কেন্দ্রীয়, জেলা, উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ,কৃষক লীগ, যুবলীগ,ছাত্রলীগের সাবেক,বর্তমান সহস্র নেতাকর্মী তাদের প্রিয় ছাত্র নেতা শাফিন আহমেদ পায়েলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।