1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে মিলাদুন্নবী পালন  বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংসদিবস উপলক্ষে মানববন্ধন ইউসিবি ব্যাংকের লোহাগড়া উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্য দীর্ঘকালের : কাইয়ুম চৌধুরী বিশ্বনাথে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু  দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ছাত্র পরিষদ গঠন কোম্পানীগঞ্জে পর্যটন দিবস পালিত বিশ্বনাথে চারিগ্রাম তালামীযের মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন  ভারতে মহানবী (সাঃ) অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ সমাবেশ নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান নবী মুহাম্মদ (সা.)–কে অবমাননা করায় বিজ্ঞানী জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পরিবার বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি তুহেমকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে সবজির বাড়তি দামে দিশেহারা ক্রেতা

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে আগে থেকেই ভুগছে সাধারণ মানুষ। এর মধ্যে সব ধরনের সবজির দামও বাড়তি পর্যায়ে রয়েছে। বিশেষ করে টমেটো, শিম গাজর, কাঁচামরিচ ও ধনে পাতার দাম সবচেয়ে বেশি। বর্তমানে কোনো কোনো কাঁচামাল ব্যবসায়ী ১০ টাকার কাঁচামিরচ কিংবা ধনেপাতা বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন। জগন্নাথপুরে সবজির দাম বাড়তি নিয়ে অস্বস্তিতে ক্রেতারা।

রবিবার (২৪ সেপ্টেম্বর ) জগন্নাথপুর পৌর শহরস্থ জগন্নাথপুর বাজারের সবজি বাজারগুলো ঘুরে বিক্রেতাদের থেকে জানা গেছে, শীত মৌসুমের সবজি না হওয়ায় এগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি। সবজির দাম বেশি হওয়ায় অস্বস্তি জানিয়েছেন ভোক্তারা। তবে জগন্নাথপুরের আড়তদার ও খুচরা বিক্রেতারা জানান, উত্তরবঙ্গে ও সাম্প্রতিক সময়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বন্যার কারণে সবজির দাম একটু বাড়তি। শীত মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার তেমন সম্ভাবনা নেই। তবে আগামী একমাসের মধ্যে স্থানীয় সবজি আমদানি হলে দাম কিছুটা কমে আসবে। তারা জানান, আগাম শীত মৌসুমের সবজি সুনামগঞ্জে উৎপাদন হওয়ায় স্থানীয়দের চাহিদা পুরণ করবে। স্থানীয় আমদানী করা সবজির মূল্য বর্তমানের তুলনায় অনেক কম থাকবে।

জগন্নাথপুরের সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকা, একইভাবে বাধাকপিও প্রতি পিস ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৬০ থেকে ৭০ টাকা, টমেটো প্রতি কেজি ১ শ ২০ টাকায়, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০/৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, লাল শাক প্রতি আটি ১০/১৫ টাকা, দেড়শ প্রতি কেজি ৪০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, আলু প্রতি কেজি ৪৫ টাকা, শিম মানভেদে প্রতি কেজি ১ শ ৬০ থেকে ১ শ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মিষ্টি কুমড়া প্রতি পিস ৮০/১২০ টাকা, কাঁচ কলা প্রতি হালি ৬০ টাকা, চায়না গাঁজর প্রতি কেজি ১ শ ৪০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ৭০টাকা, ঝিঙে প্রতি কেজি ৭০ টাকা, মূলা প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা ও কাঁচা মরিচ মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

জগন্নাথপুর বাজারে সবজি ক্রয় করতে আসা ক্রেতা সাহাদুল ইসলাম বলেন, গত কয়েক মাস ধরে একই রকমভাবে বাজারে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে। কোনো কিছুরই দাম কমে না। মাঝে মাঝে কোনো কোনো সবজির দাম কিছুটা বাড়ে আবার আগের দামে ফিরে আসে। সবমিলিয়ে বলতে গেলে বাজারে সবজির দাম বাড়তিই যাচ্ছে।

এদিকে জগন্নাথপুর বাজারের গাঙপাড়ের সবজি বিক্রেতা সজল রায়ের সাথে কথা বলে জানা যায়, বাড়তি দামে সবজি সিলেটের সোবহানীঘাট ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ক্রয় করতে হয়। পাইকারি বাজার থেকে মাল কেনার পর পরিবহন খরচ হয়। সে কারণে লাভ রেখে ক্রেতাদের কাছে বিক্রি করেন। এমতাবস্থায় বর্ষা মৌসুমে সবজির বাজার একই রকম যায়। তবে কিছুদিনের মধ্যে শীত মৌসুমের সবজি সুনামগঞ্জ থেকে আসা শুরু করবে৷ এতে দামও নেমে আসবে।

সবজি ব্যবসায়ী লিটন মিয়া জানান, এখন মৌসুম না হওয়ায় কিছু কিছু সবজির বাড়তি দাম যাচ্ছে। এর কারণ হলো বাজারে সরবরাহ খুবই কম; তাই দাম একুট বাড়তি। খরচ অনুযায়ী সীমিত লাভ ধরে আমরা সবজি বিক্রি করি। বাজার ভেদে সবজির দামে খুব বেশি পার্থক্য থাকে না। কোনো কোনো সবজির দাম ৫/১০ টাকা কম-বেশি হয়।

জগন্নাথপুর বাজারের তাজ উল্লাহ সবজি ভান্ডারের আড়তদার সেলন ভান্ডারি বলেন, উত্তরবঙ্গ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বন্যার কারণে সবজির দাম একটু বাড়তি। তবে আগামী একমাসের মধ্যে শীত মৌসুমের স্থানীয় সবজি এলে দাম নেমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews