সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানকে ক্লোজড করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ পিপিএম তাকে ক্লোজড করেন। বুধবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম। তিনি জানান, এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে গত ১০ জুন সুনামগঞ্জ পুলিশ সুপার মহোদয় তাকে ক্লোজড করেন।
জানা যায়,উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আশিঘর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরজু মিয়ার সাথে গত ২৯ মে মুঠোফোন একটি মামলার বিষয়ে কথাবার্তা হয়। ওই কপোকথনকালে এসআই মিজানুর ভুক্তভোগি আরজু মিয়া কে বলেন, ‘মামলা থেকে অব্যাহতি পেতে হলে ‘আইফোন’ ও অর্থ ঘুষ দিতে হবে।’ এ বিষয়টি পুলিশের উর্ধ্বতম কর্তৃপক্ষকে ভুক্তভোগি জানান। যার প্রেক্ষিতে এসআই মিজানুর রহমানকে ক্লোজড করা হয়। অভিযুক্ত এসআই মিজানুর রহমানের বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।