বিশেষ প্রতিনিধি :’মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ স্লোগানে আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে আজ-২৬ জানুয়ারী ২০২১ ইং মঙ্গলবার যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর স্থায়ী সদস্য লুটন কমিউনিটির পরিচিত মুখ জনাব মুহিব উল্লাহ ও তার মাতা হাজীয়া নেহারুন নিসার অর্থায়নে জামেয়া ইসলামীয়া মারজান আরাবীয়া বাউরধন, জগন্নাথপুর, সুনামগঞ্জ মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে দেশ-বিদেশে দোয়া প্রার্থী সকলের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
যুক্তরাজ্যের লুটনের বাসিন্দা জনাব নুরুল ইসলাম ও তার পরিবার এবং মানসফিল্ডের বাসিন্দা হাজীয়া খইরুন নিসার পরিবার, সপ্না খাতুন -ফাতিমা আখতার নার্গিস, শাপলা বিবি, মুরশিদা খাতুন সহ সকলের পরিবারের এবং আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে সকল দাতা সদস্যেদের সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
জামিয়া ইসলামীয়া আরাবিয়া দারুল হাদীস মারজান মাদ্রাসায় আজ বাদ জোহর আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ.কে এর পক্ষ থেকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যাতে হেফাজতে রাখেন এ লক্ষ্যে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ আব্দুল ওয়াজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী সাকির মিয়া। অনুষ্টান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম শাহ মহসিন আহমদ মামুর।
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা বদর উদ্দিন রাজাপুরী, মাদ্রাসার হাফিজ তজম্মুল হোসেন, মাওলানা আব্দুন নুর, মাওলানা নোমান শরীফ, মাওলানা আনোয়ার হোসেন, এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ আনজব আলী, মোঃ আব্দুল হান্নান, হাজী তাজিম উল্ল্যাহ , মোঃ আছিম মিয়া , মোঃ রাজু মিয়া, মোঃ ছাইদুর মিয়া, মোঃ দবির মিয়া, মোঃ লিটন মিয়া প্রমুখ ।
পরিশেষে তামাম মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ আব্দুল ওয়াজিদ ।
দোয়া মাহফিল পরবর্তী সময়ে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ গরীব অসহায় মাদ্রাসার শিশুদের মাঝে খাবার বিতরন করা হয় ।