আনোয়ার সুমন কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
ছেলের লাঠির আঘাতে বাবার মাথা ফেটে গিয়েছে। ফাঁটা মাথা নিয়ে বাবা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনাটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তরা রনিখাই ইউনিয়নের বরম সিদ্দিকপুর গ্রামে (টলিরলাইন সংলগ্ন) ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায় ছেলে লায়েক মিয়া ৩৫ বিভিন্ন সময়ে পিতা জব্বার আলীকে (৬৫) নির্যাতন করে আসছেন। আজ বুধবার সকালে কোন কারণ ছাড়াই ছেলে লায়েক মিয়া পিতা জব্বার আলীকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করেন।
আহত জব্বার আলী কোম্পানীগঞ্জ সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর ঘটনা সত্যতা যাচাই করেছেন এবং মামলা প্রক্রিয়াদিন রয়েছে বলে তিনি জানিয়েছেন।