এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:– কুড়িগ্রামের ধরলা সেতু সংলগ্ন এলাকায় পূর্ব পাড়ের প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কে রাতের অন্ধকারে ছিনতাইকারীদের অস্ত্রের কবলে পড়েছেন এক যুবক । আহত ঐ যুবককে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আহত যুবকের নাম ফুলবাবু(১৯)। তিনি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নেন বালাডোবা গ্রামের মোঃ পাষান আলীর ছেলে ।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ৮টার পরে এ ঘটনা ঘটে।
স্থানীয় এক যুবক বলেন,”আমি নদী রক্ষা বাঁধের উপর দিয়ে আসতে ছিলাম,পাশে দেখি একজন চিৎকার করে বলছে আমাকে বাঁচান। আমি ভয়ে দৌড় দিয়ে সামনে কয়েকজন কে দেখতে পাই, বলি একজনের গলা কেটেছে কে বা কাঁহারা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের ঘটনাটি আমরা জেনেছি । আমাদের লোকজন ঘটনাস্থলে রয়েছে। আমরা বিষয়টি দেখছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।