ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে দশঘর যুব ও সমাজ কল্যাণ সংস্থা সহযোগীতায় প্রবাসী সংগঠন Helping Hands এর অর্থায়নে বিনামুল্যে খৎনা কার্যক্রম অনুষ্টিত হয়েছে। সম্প্রতি উপজেলার দশঘর গ্রামে এ খৎনা কার্যক্রম অনুষ্টিত হয়। এতে দশঘর, লক্ষীপুর ও মালিকান্দি গ্রামের প্রায় ১৫ জন গরীব অসহায় পরিবারের ছেলেদের বিনামুল্যে সুন্নাতে খাৎনা করানো হয়। খাৎনার শুরুতে মিলাদ ও দোয়া সম্পন্ন করেন মাওলানা বশির আহমদ সাহেব, ইমাম দশঘর কেন্দ্রীয় জামে মসজিদ।এ সময় উপস্থিত ছিলেন, মুরব্বি মোঃ বুরহান উদ্দিন, মোঃ ইব্রাহিম আলী, মোঃ আব্দু জহুর, মোঃ রফিজ উদ্দিন, মোঃ আসির উদ্দিন,মোঃ তছর উদ্দিন, দশঘর জামে মসজিদের মতোয়াল্লী মোঃ মুক্তাদির আলী, দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সুজন মিযা, মোঃ আজিম উদ্দিন, মোঃ সাদিকুর রহমান, শাহজাহান আহমদ, মাস্টার রেজ্জাদ আহমদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ ফজল উদ্দিন, সানোয়ার আলী, ইসলাম উদ্দিন, নাজমুল হোসেন, সাব্বির আহমদ, আবুল ফয়েজ সাজু, শামীম আহমদ, ময়নুল ইসলাম, আবুল কাশেম, মদরিছ আলী।
প্রবাসী সহযোগিতায় যারা আছেন সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান, হেল্পিং হ্যান্ডস্ এর প্রতিষ্টাতা আলী আহমেদ, আকবর আলি,আনছার আলী,ফয়ছল আহমেদ, রিয়াজ আলী, আউয়াল হোসেন,
এ বিষয়ে দশঘর যুব ও সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ বলেন, দশঘর যুব ও সমাজ কল্যাণ সংস্থা আর্তমানবাতার সেবায় কাজ করে আসছে। সংস্থার উদ্যোগে গ্রামের অসহায় হতদরিদ্রদের চিকিৎসা সেবা, বিয়ের জন্য টাকা অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। এসব সেবামুলক কার্যক্রম পরিচালনায় অর্থ দিয়ে সহযোগীতা করার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।