আব্দুল হালিম, সিলেট প্রতিনিধিঃ গতকাল ৩রা ফেব্রুয়ারি(বুধবার) সিলেটের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের উত্তর পাড়া মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়।
আলহাজ্ব পীর শাহ ফারুক আহমেদ, হাফিজ আজিজুর রহমান, মাস্টার শামসুল ইসলামের সাভাপতিত্বে ও স্বপ্নপূরণ যুব সংঘ চরবাড়ুকা (বন্দেবাড়ি)’র অর্থ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন সবুজকুড়ি শিল্পী গোষ্ঠির পরিচালক ও চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সুলতান আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন – আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী শামসুল হুদা সুনামগঞ্জী, সৎপুুর কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান মাওলানা হাবিবুর রহমান, তরুন বক্তা মাওলানা জাকির হোসাইন জিহাদি, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন,চরবাড়ুকা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমান গনি, ধর্মপাশা হাজীপুর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা সাদিক আহমেদ,চরবাড়ুকা হযরত শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়সল আহমদ।।
মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন – রিসালাহ সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজারের শিশু-কিশোর পরিচালক মারজান মোহাম্মদ রুহি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাফিজ মাওলানা শামসুর রহমান,মাওলানা নাজমুল হক নসিব, আলহাজ্ব জসিম তালুকদার, এ কাসেম আজাদ,নুর হোসেন,মাওলানা এস ডি ফয়সল,সাইদুল হক,আল আমিন,হাফিজ তারেক,ওলিউর রহমান,শরীফ আহমেদ,শফিকুর রহমান সহ প্রমুখ।।