ডেস্কঃ
আবারও ভারতের ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে নামল যৌথ বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি ) সকালে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বিজাপুর জেলায় গুলি লড়াইয়ে ৩১ জন মাওবাদীর নিহত হয়েছেন। তবে পাল্টা হামলায় ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের ও মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ২ জন। তবে এখনও ২ পক্ষের গুলির লড়াই চলছে। সপ্তাহ খানেক আগেই এই বিজাপুরেই যৌথ বাহিনী ” এনকাউন্টারে” ৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল।
এক পুলিশকর্তা জানিয়েছেন, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের ” পশ্চিম বস্তার ডিভিশন ” এর সদস্যদের উপস্থিতি সম্পর্কে খবর মেলে। তারপরই ওই এলাকায় অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ ও কোবরা ইউনিটের সদস্যেরা। শনিবার (৮ ফেব্রুয়ারি ) থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।