যশোর প্রতিনিধি : আগামী ১৪ ফেব্রুয়ারি নৌকার মাঝি নূর উদ্দীন আল মামুন হিমেল কে চৌগাছা পৌরসভা নির্বাচনে জয়ী করে চৌগাছা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড অব্যহত রাখতে চায় পৌরবাসী। এ লক্ষ্যে চৌগাছা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ প্রচার প্রচারণায় ব্যস্ত চৌগাছা উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।এর মধ্যে কয়েক বার কর্মী সভায় আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার বিষয়ে। রাত দিন উপেক্ষা করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হ্যান্ডবিল পোস্টার হাতে পৌর বাসীর ধারে ছুটছেন। নূর উদ্দীন আল মামুন হিমেলকে সঙ্গে নিয়ে সবাই একত্রে নির্বাচনে জয়ের আশাবাদী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান বলেন, নৌকা বিজয় করে পৌরসভাকে নিজেদের মতো করে সাজানো হবে। তার এ বক্তব্যের পক্ষে আশাবাদী পৌরবাসী।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, নৌকা উন্নয়নের কারিগর।নৌকার জয়ে পৌরবাসী জিতবে।চৌগাছা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা মিছিল মিটিং ও প্রচারণায় অংশ নিচ্ছেন নিয়মিত।তারা এক যোগে জানান দিচ্ছে নৌকার জয়ে নূর উদ্দীন আল মামুন হিমেল যোগ্য ব্যাক্তি।তিনি উন্নয়নের কারিগর হবেন।
এদিকে নূর উদ্দীন আল মামুন হিমেল বলেন,তিনি জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন ও চৌগাছা পৌরসভার উন্নয়নের দিকে সর্বদা লক্ষ রাখবেন।এছাড়া তিনি পৌরবাসীর দুর্দিনে পাশে থাকার আশা ব্যক্ত করেন।