মোঃ জোসেপ আলী চৌধুরী মৌলভীবাজার
সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮টি চোরাই মোটর সাইকেল, ০১টি মাইক্রোবাস ও ০১টি হাইয়েচ গাড়ী উদ্ধারে নেতৃত্ব প্রদান করায় বিশেষ পুরষ্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার অফিসার ইনচার্জের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
তাছাড়া অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতার, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল, ডাকাত গ্রেফতার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টানা চার বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। চলতি জানুয়ারী/২০২৩ খ্রিঃ মাসে শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এএসআই মোঃ রুমান মিয়া।