কবি, মিজানুর রহমান মিজান
মাটির এ দেহ ঘর, কল কৌশলের উপর
থাকে জীবন ভর, একদিন হবে অবসান।।
একটা পাখি বসত করে, সদা ব্যস্ত যাবার তরে
রাখি কত যত্ন আদরে, তবু থাকে পেরেশান।।
পোষি অতি যতনে, খাবার দেই না উত্তম বিনে
অসন্তুষ্টি তবু প্রতিক্ষণে,বড়ই নিষ্ঠুর পাষাণ।।
উডু উডু তার স্বভাব, তৃপ্ততার নিত্য অভাব
আমার নাকি কুস্বভাব, চুপ থাকার ধরে ভান।।