এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
ব্রহ্মপুত্র নদের ভাঙনের ফলে সীমানা নির্ধারণে জটিলতা দেখা দেয়ায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না।
৬ষ্ঠ ধাপে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টির ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল শনিবার গত১৮ ডিসেম্বর ঘোষণা হলেও নয়ারহাট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে,আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ ধাপে উপজেলার থানাহাট, রাণীগঞ্জ,অষ্টমীর চর, চিলমারী ও রমনা ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৬ষ্ঠ ধাপে উপজেলার অন্য ৫টি ইউনিয়নের সঙ্গে নয়ারহাট ইউপি নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে কোর্টে মামলা থাকায় নয়ারহাট ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, সীমানা নিয়ে কোর্টে মামলা থাকায় নয়ারহাট ইউপিতে নির্বাচন হচ্ছে না। সীমান নির্ধারণ জটিলতা কেটে গেলে নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানান তিনি।
Leave a Reply