এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান মন্ত্রীর খাদ্য উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় থানাহাট খাদ্য গুদাম চত্ত্বরে পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী ৫ শত পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ায়ম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন প্রমুখ।