জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
কুড়িগ্রামের চিলমারীতে ৮ শতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রুপালী ব্যাংক লিমিটেড’র এমডি এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ্ আল মাহমুদ। ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় চিলমারী সরকারী কলেজ মাঠে হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, রুপালী ব্যাংকের মাধবদী বাবুর হাট শাখার শাখা ব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রাজ্জাকুল হায়দার হারুন,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ আনোয়ার পলাশ প্রমূখ উপস্থিত ছিলেন।